গাজায় পৌঁছেনি ত্রাণ, পুরোটিই গুজব বলে জানিয়েছেন গাজার স্থানীয় সাংবাদিক আয়েশা গাজা। বুধবার (২১ মে) নিজের ফেসবুকের এক পোস্টে এই দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে আয়েশা বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এখন পর্যন্ত গাজায় এক চিলতে ত্রাণ সহযোগিতাও পৌঁছায়নি। যা কিছু ছড়ানো হচ্ছে, সবই গুজব ও মিথ্যা।
এদিকে, বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত দুই দিনে গাজায় এক ডজনেরও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। তবে এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
অপরদিকে, ইসরাইলি কর্মকর্তাদের দাবি, মঙ্গলবার ৯৩টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। যার মধ্যে ছিল ময়দা, শিশুখাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।
তবে জাতিসঙ্ঘ বলছে, এসব ত্রাণ সেখানে পৌঁছালেও তা এখনো বিতরণ শুরু হয়নি। ফলে সেখানে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত রোববার ইসরাইল গাজায় একটি সীমিত পরিসরে খাবার প্রবেশের অনুমতি দেয়। তবে বিশ্ব খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সেখানে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছেন।