গাজা উপত্যকায় চলমান ক্ষুধা সঙ্কট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র খলিল আল-দাকরান। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অবরুদ্ধ এই উপত্যকায় খাবারের গুরুতর সঙ্কটের কারণে কমপক্ষে ৬০ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
আল-দাকরান বলেন, ‘ইসরাইল পরিকল্পিতভাবে গাজার হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করছে।’ তিনি আরো অভিযোগ করেন যে ইসরাইল ‘গাজার শিশুদের অনাহারের নীতিতে নিযুক্ত হয়েছে’ এবং বর্তমানে অবস্থা এমন যে ‘গাজার শিশুদের জন্য এক কার্টন দুধও পাওয়া যাচ্ছে না।’
এই পরিস্থিতি গাজার মানবিক সঙ্কটকে আরো গভীর করেছে। বিশেষ করে শিশুদের জন্য মৌলিক পুষ্টি উপকরণ অনুপলব্ধ থাকায় চিকিৎসা ও স্বাস্থসেবা ব্যবস্থা চরম চাপে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র : আল জাজিরা