টুডেনিউজ ডেস্ক
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী আবারো ত্রাণের আশায় অপেক্ষমাণ ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। এতে অন্তত ২০ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘দখলদারদের গুলিতে ২০ জন শহীদ এবং ২০০ জনেরও বেশি আহত। আহতদের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার রেড ক্রস ফিল্ড হাসপাতালে, এরপর নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
আল-আলম গোলচত্বরের কাছে এই ঘটনা ঘটে। হতাশ ও দুর্ভিক্ষপীড়িত মানুষজন রাফাহর এক সাহায্য কেন্দ্রে পৌঁছানোর জন্য সেখানে অপেক্ষা করছিল। ঠিক তখনই ইসরাইলি বাহিনী গুলি চালায় বলে জানা গেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই প্রতিবেদনগুলো পরীক্ষা করে দেখছে।
সূত্র : আল জাজিরা