টুডেনিউজ বিডি ডটনেট
গাজায় চলমান সংঘাতের মধ্যেই ইসরাইলি বাহিনী নতুন করে রাফা শহর খালি করার নির্দেশ দিয়েছে। গত ১৮ মার্চ থেকে একতরফা যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইলি সেনারা আবারও গাজায় হামলা চালিয়ে আসছে। তারা স্থলপথেও হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নতুন করে বোমা হামলা এবং ত্রাণসাহায্য বন্ধ করে দেওয়ার ফলে গাজায় প্রায় ১০ লাখ শিশু চরম সংকটের মধ্যে পড়েছে। ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি গাজার শিশুদের জন্য আশার আলো নিয়ে এসেছিল, কিন্তু তারা আবারও ভয়াবহ সহিংসতার চক্রে পড়ে গেছে।
এদিকে, ২ মার্চ থেকে গাজায় কোনো ত্রাণসাহায্য প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সামগ্রীর সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহল বারবার ত্রাণ সহায়তার জন্য আহ্বান জানালেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে বিনিয়োগ চুক্তির জন্য সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে পারেন। সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা কাতার যাব এবং সম্ভবত আরও কয়েকটি দেশে সফর করব। আমিরাত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমিরাত এবং কাতারে যাচ্ছি।”
ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবে তার সফর প্রায় এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির সাক্ষী হতে পারে। এই চুক্তির মধ্যে সামরিক সরঞ্জাম ও অস্ত্র কেনার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের এই সফরে গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি হবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর।
সূত্র : রয়টার্স ও অন্যান্য