টুডেনিউজ ডেস্ক
গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৭৯ জন নিহত ফিলিস্তিনিকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এর ফলে গত বছরের অক্টোবর থেকে চলমান ইসরাইলি অভিযানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
মার্চ মাসের মাঝামাঝি সময়ে সাময়িক যুদ্ধবিরতির পর ফের সঙ্ঘাত শুরুর পর থেকে ইসরাইলি বাহিনী কমপক্ষে ৫,৭৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সময়ে আহত হয়েছেন আরো ১৯,৮০৭ জন।
এই প্রাণঘাতী হামলাগুলোর ফলে গাজার স্বাস্থ্যখাত সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় রয়েছে। হাসপাতালগুলোতে জায়গা, চিকিৎসাসামগ্রী ও কর্মীর ঘাটতি চরমে পৌঁছেছে। পরিস্থিতি ক্রমেই আরো ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
সূত্র : আল জাজিরা