হামাস, মার্কিন কংগ্রেসম্যান, পারমাণবিক হামলা,

গাজায় পারমাণবিক হামলার উস্কানি মার্কিন কংগ্রেসম্যানের

সম্প্রতি গাজা উপত্যকায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের এই রিপাবলিকান আইনপ্রণেতা বলেন, ‘গাজায় পরমাণু হামলা করা উচিত।’ তিনি এর পক্ষে যুক্তি দিতে গিয়ে গাজার পরিস্থিতিকে হিরোশিমা ও নাগাসাকির সাথেও তুলনা করেন; যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলেছিল। ওই হামলায় প্রথম কয়েক মাসেই আনুমানিক ২ লাখ ১৫ হাজার মানুষ নিহত হয়েছিল।

ফাইনের এমন উস্কানিমূলক মন্তব্য আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা এবং যুদ্ধবিধি লঙ্ঘনের শামিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার এক বিবৃতিতে র‍্যান্ডি ফাইনের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একে ‘গণহত্যার প্ররোচনা’ হিসেবে আখ্যা দিয়েছে।

বিবৃতিতে হামাস বলেছে, ‘এই চরমপন্থী আহ্বান একটি পূর্ণাঙ্গ অপরাধ এবং ফ্যাসিবাদী বর্ণবাদী মানসিকতাকে প্রকাশ করে।’

হামাস জোর দিয়ে বলেছে, ফাইনের এই মন্তব্য আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশন লঙ্ঘন করে। এটি গাজার ২০ লাখেরও বেশি বেসামরিক নাগরিকের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের জন্য জনসাধারণের উদ্দেশ্যে প্রকাশ্য উস্কানি।

গোষ্ঠীটি একে ‘ভয়াবহ আহ্বান’ আখ্যা দিয়ে বলেছে, এই ধরনের উক্তি ফিলিস্তিনিদের ন্যায়বিচারের প্রতি বিশ্বাসকে দুর্বল করবে না। বরং আবারো দখলদার এবং এর সমর্থকদের আসল চেহারা উন্মোচিত করবে।’

সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top