ইসরাইল, গাজা, ফিলিস্তিনি, সম্পাদকের বাছাই,

গাজায় মার্কিন-ইসরাইলি সাহায্য কেন্দ্রগুলো ‘মানবিক ত্রাণকেন্দ্র নয়, গণমৃত্যুর ফাঁদ’

গাজায় মার্কিন-ইসরাইলি সাহায্য কেন্দ্রগুলো মানবিক ত্রাণকেন্দ্র নয়। একেকটি যেন গণমৃত্যুর ফাঁদ। রোববার (১ জুন) গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাফায় মার্কিন-সমর্থিত সাহায্য কেন্দ্রে হামলা করেছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এছাড়া আরো ১১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সূত্রটি আরো জানিয়েছে, সম্প্রতি এক সপ্তাহেরও কম সময়ে এই সাহায্য কেন্দ্রে ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ২২০ জনেরও বেশি আহত হয়েছে।

গাজার মিডিয়া অফিস বলছে, আমরা গোটা বিশ্বকে জানাতে চাই যে ইসরাইল মানবিক সহায়তাকেন্দ্রকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের ত্রাণের কথা বলে ডেকে জোরপূর্বক হত্যা করছে। ওই কেন্দ্রগুলোতে দখলদার বাহিনী তদরকি করে। ফলে তারা সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এই কেন্দ্রে মার্কিন প্রশাসন অর্থ সহায়তা দিচ্ছে। সেজন্য এই অপরাধের জন্য তারা সম্পূর্ণ নৈতিক ও আইনি দায়িত্ব বহন করে।’

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top