গাজায় ইসরাইলি আগ্রাসনের অবসান শিগগিরই ঘটতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের হেগে চলমান ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, গাজা পরিস্থিতিতে ‘অনেক অগ্রগতি’ হয়েছে। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ তাকে জানিয়েছেন, শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে।
অন্যদিকে, আজ গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র। নিহতদের মধ্যে ১৪ জন প্রাণ হারিয়েছেন ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে, খাদ্যের জন্য অপেক্ষারত অবস্থায়।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫৬ হাজারের বেশি মানুষ নিহত এবং ১,৩১,৮৪৮ জন আহত হয়েছেন। অধিকাংশই বেসামরিক, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।
এদিকে, ইরানে সাম্প্রতিক মার্কিন হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা ও নাগাসাকি হামলার মতো ‘সম্পূর্ণ ধ্বংসের নিদর্শন’। তার দাবি, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘কয়েক দশক’ পিছিয়ে দিয়েছে।
ন্যাটো সম্মেলনে অংশ নেয়া নেতারা প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন। সেক্রেটারি জেনারেল মার্ক রুট্টে জানিয়েছেন, জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানান, তিনি মনে করেন না, আগামী এক দশকের মধ্যে রাশিয়া ন্যাটো ভূখণ্ডে হামলা চালাতে পারবে।
সূত্র : সিএনএন ও আল জাজিরা