গাজায় শিশুদের হত্যায় ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফটের কোড

টুডেনিউজ বিডি ডটনেট

ইসরায়েলি সেনাবাহিনীর কাছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সরঞ্জাম বিক্রির প্রতিবাদে মাইক্রোসফটের ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মী।

তিনি জানিয়েছেন, এই প্রযুক্তি ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ব্যবহৃত হচ্ছে। আর সেই অপরাধে জড়িয়ে পড়ছে মাইক্রোসফটের কর্মীরাও।

স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মাইক্রোসফটের কর্মী ইবতিহাল আবুসাদ বলেন, ‘মাইক্রোসফটের প্রযুক্তির কারণে যখন ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, তখন আমাদের পক্ষে কোনো উৎসব পালন করা সম্ভব নয়।’

তিনি জানান, তার এই প্রতিবাদের জন্য চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। কিন্তু তবু তিনি চুপ থাকতে পারেননি। তার সবচেয়ে বড় উদ্বেগ হলো, ‘আমাদের লেখা কোড যদি বোমা হামলা, নজরদারি ও নিরপরাধ মানুষকে লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হয়, তবে সেটা ভীষণ ভয়ের।’

ইবতিহাল বলেন, ‘আমার সবচেয়ে বড় আতঙ্ক হলো, আমি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কাজ করি, সেই কোড আজ শিশুদের হত্যায় ব্যবহৃত হতে পারে। এই ভাবনাটাই আমাকে গভীরভাবে নাড়া দেয়। আর সেই কারণেই সম্ভাব্য পরিণতি জেনেও আমি প্রতিবাদ করেছি।’

সাক্ষাৎকারের শেষ অংশে তিনি বলেন, ‘গাজায় চলমান গণহত্যায় পরোক্ষভাবে অবদান রাখার ভয়ই আমার জন্য সবচেয়ে বড় আতঙ্ক।’

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top