টুডেনিউজ বিডি ডটনেট
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইল পোলিও টিকা সরবরাহে বাধা দিচ্ছে। এর মাধ্যমে তারা গাজায় মহামারী ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজার ৬ লাখ ২ হাজার শিশু ‘স্থায়ী পক্ষাঘাত ও দীর্ঘস্থায়ী অক্ষমতার’ ঝুঁকিতে রয়েছে। তারা যদি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পোলিও টিকা না পায়, তাহলে এই আশঙ্কা বাস্তবতায় রূপ নেবে।
বিবৃতিতে বলা হয়, ‘টিকা সরবরাহে বাধা দেয়া মানে গত সাত মাসের প্রচেষ্টার ব্যর্থতা, যা গাজার স্বাস্থ্য ব্যবস্থায় গুরুতর এবং বিপর্যয়কর প্রভাব ফেলবে। এর ফলে সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠবে।’
মন্ত্রণালয় ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করে পোলিও টিকা সরবরাহে বাধা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে।
গত বছর জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থা এবং অন্যান্য সহযোগী সংস্থার সাথে মন্ত্রণালয় গাজাজুড়ে দুই দফা পোলিও টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করেছে।
এ পরিস্থিতিতে গাজার শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
সূত্র : আল জাজিরা