টুডেনিউজ বিডি ডটনেট
ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ থেকে উত্তর গাজায় চলাচল নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের আরবি ভাষার মুখপাত্র একটি বিবৃতিতে ঘোষণা করেছেন যে ফিলিস্তিনিরা গাজার সালাহ আল-দিন রোড ব্যবহার করে উত্তর ও দক্ষিণের মধ্যে চলাচল করতে পারবে না। তিনি জানান, ইসরাইলি সেনাবাহিনী ইতিমধ্যে ‘সীমিত স্থল অভিযান’ শুরু করেছে।
মুখপাত্র আভিচায় আদরাই জানান, উত্তর থেকে দক্ষিণে যেতে ইচ্ছুক ফিলিস্তিনিদের কেবল উপকূল বরাবর আল-রশিদ রোড ব্যবহার করতে হবে। তাদের নিরাপত্তার স্বার্থে ইসরাইলি সেনাদের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আদরাই আরো বলেন, এই সামরিক অভিযানের লক্ষ্য নেতজারিম করিডোর বরাবর ইসরাইলের বাফার জোন সম্প্রসারণ করা, যা গাজা উপত্যকাকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করে।
সূত্র : আল জাজিরা