টুডেনিউজ বিডি ডটনেট
গাজা উপত্যকার দক্ষিণ অংশে ইসরাইলি বাহিনীর হামলায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইলি কামানের গোলাবর্ষণে রাফায় অবস্থিত আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদর দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরাইলি সেনারা উপকূলীয় আল-মাওয়াসি শিবিরে প্রবেশ করেছে। এই শিবিরে গতকাল রাফার বাসিন্দাদের পালিয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছিল। শিবিরে প্রবেশ করে সেনারা গুলি চালিয়েছে। ফলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ইসরাইলি সেনাবাহিনী পূর্বে আল-মাওয়াসিকে বেসামরিকদের জন্য ‘একটি নিরাপদ মানবিক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছিল। তবে বর্তমান হামলা পরিস্থিতির ভয়াবহতা বাড়িয়ে তুলেছে।
অন্যদিকে, গাজার অন্যান্য অঞ্চলেও আক্রমণ চলছে। বিশেষত উত্তর গাজা শহরে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গত এক ঘণ্টায়, সেখানে একদল বেসামরিক নাগরিকের ওপর হামলা চালানো হয়েছে এবং ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত হয়েছে।
এই হামলাগুলো গাজার মানবিক সঙ্কট আরো তীব্রতর করছে।
সূত্র : আল জাজিরা