টুডেনিউজ বিডি ডটনেট
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার তত্ত্বাবধানের জন্য একটি সরকারি সংস্থা প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এই প্রস্তাবটি উপস্থাপন করেন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
রোববার (২৩ মার্চ) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সংস্থাটি গাজার জনগণের ‘তৃতীয় দেশে স্বেচ্ছায় প্রস্থানের’ জন্য কার্যক্রম পরিচালনা করবে। এর আওতায় থাকবে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, চলাচলের পথ নির্ধারণ, গাজা উপত্যকার নির্ধারিত ক্রসিংয়ে পথচারীদের যাচাই করা এবং স্থল, সমুদ্র ও আকাশপথে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণ।
মন্ত্রণালয় দাবি করেছে যে এই উদ্যোগ ‘ইসরাইলি ও আন্তর্জাতিক আইন সাপেক্ষে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ।’
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প পূর্বে প্রস্তাব করেছিলেন যে গাজা উপত্যকাকে জনশূন্য করে এর ‘উন্নয়ন’ করার সুযোগ সৃষ্টি করা হবে। তবে গাজার ফিলিস্তিনিরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা এটিকে জাতিগত নির্মূলের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।
অপরদিকে, আরব দেশগুলো মিসরের গাজা পুনর্গঠন পরিকল্পনাকে সমর্থন করেছে, যেখানে বাসিন্দাদের স্থানান্তর ছাড়াই গাজার পুনর্নির্মাণের বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে।
সূত্র : আল জাজিরা