দীর্ঘ প্রতীক্ষার পর নতুনভাবে আলোচনার টেবিলে আসছে গাজায় যুদ্ধবিরতির চুক্তির কথা। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ক একটি বিবৃতির পর এই আলোচনার পালে হাওয়া লেগেছে।
ইতোমধ্যে হামাস তাদের ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তবে তারা চুক্তির শর্তাবলীর মধ্যে কিছু সংশোধনী দাবি করেছে। অন্যদিকে, ইসরাইলের মন্ত্রীসভাও এ নিয়ে পরস্পরে আলোচনা করছে। মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে ডাকা হয়েছে। সেখানে এ বিষয়ক একটি সিদ্ধান্ত হওয়ার আশা করা হচ্ছে।
নতুন যুদ্ধবিরতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে একটি খসড়া প্রস্তাব ইতোমধ্যে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা হাতে পেয়েছে। সেখানে খসড়া প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেবেন। হামাস জানিয়েছে, তারা প্রথম দিনেই ১০ জন জীবিত ইসরাইলি বন্দি এবং ১৮ জনের লাশ ফেরত দেবে। এই চুক্তির ফলে গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ সৃষ্টি হবে।
চুক্তিতে আরো রয়েছে, জাতিসঙ্ঘ ও রেড ক্রিসেন্টসহ স্বীকৃত চ্যানেলের মাধ্যমে খাদ্যসহ প্রয়োজনীয় সরবরাহ বিতরণ করা হবে। ইসরাইল উপত্যকাজুড়ে সব ধরনের আক্রমণাত্মক সামরিক কার্যক্রম বন্ধ রাখবে। প্রতিদিন ১০ ঘণ্টা অন্যান্য সামরিক ও নজরদারি অভিযান স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময় ইসরাইল উত্তর গাজা, নেটজারিম করিডোর ও দক্ষিণ গাজায় নিজেদের বাহিনী পুনরায় মোতায়েন করবে। এই প্রস্তাব স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে অবিলম্বে আলোচনা শুরুর সুযোগ করে দেবে।
সূত্র : আল জাজিরা