গুজরাটে কথিত বাংলাদেশিদের বাড়িঘর উচ্ছেদ অভিযান শুরু
গুজরাটের আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় ‘কথিত অবৈধ বাংলাদেশি’ বসবাসকারীদের বিরুদ্ধে প্রশাসনিক উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে প্রায় ৫০টি বুলডোজার ও দুই হাজার পুলিশ সদস্যের উপস্থিতিতে বেআইনি ঘরবাড়ি ভাঙা হয়।
গত শনিবার রাত থেকে রাজ্যজুড়ে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ শনাক্তে অভিযান চালিয়ে পুলিশ দাবি করেছে, তারা ৬,৫০০ জনকে আটক করেছে, যার মধ্যে ৪৫০ জনের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
আহমেদাবাদ পুলিশের দাবি, ‘সিয়াসতনগর বাঙাল ভাস’ এলাকায় মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা থাকেন এবং সেখানকার বেশিরভাগ নির্মাণ বেআইনি। বিবিসি জানায়, অভিযান শুরুর আগেই অনেকে ঘর ফেলে এলাকা ছেড়েছেন।