ইসলামী আন্দোলন বাংলাদেশ

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক

বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দলের প্রতিনিধিরা সমসাময়িক রাজনীতি, সংস্কার, তারুণ্যের ভাবনা এবং বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কর্মকর্তা পেং জিউ বিন। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলের সার্বিক অবস্থা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া, অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগ, এবং এসব বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও প্রত্যাশা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়।

এছাড়া, দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উভয় পক্ষের নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল।

জাতীয় নির্বাচনে একক প্রার্থিতার কৌশলগত ঐকমত্য সমমনা ৫ ইসলামী দলের

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top