জাজিরায় ২ পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ২০

টুডেনিউজ বিডি ডটনেট

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর, আলীমুদ্দিন মাদবর কান্দি, দাইমুদ্দিন খলিফা কান্দি, আহসান উল্লাহ মুন্সি কান্দি, মুলায় বেপারী কান্দি ও মেহের আলী মাদবর কান্দি এলাকায় সংঘর্ষটি ঘটে।

এ সংঘর্ষে দু’পক্ষই ককটেল বোমা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। ঘটনাটি নিয়ে গতকাল থেকে উত্তেজনা চলছিল।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।

জাজিরা থানার ওসি জানান, আধিপত্য নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top