মুফতি, ফতোয়া, বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড

জাতীয় মানের ফতোয়া পরিষদ সময়ের দাবি ছিল : মুফতি খোরশেদ আলম কাসেমী

নিজস্ব প্রতিবেদক

‘দেশের ধর্মপ্রাণ জনগণের জন্য একটি দায়িত্বশীল ও জাতীয় মানসম্পন্ন ফতোয়া পরিষদের প্রয়োজন দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড-এর প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি খোরশেদ আলম কাসেমী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্যক্তি ও পারিবারিক জীবনের নানা জটিল বিষয়ে শরঈ দিকনির্দেশনার অভাবে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এক ও অভিন্ন শরয়ী ব্যাখ্যা তুলে ধরতে এবং মুফতিদের নিয়ে সমন্বয় তৈরির লক্ষ্যেই বোর্ডের যাত্রা।’

বর্তমানে বোর্ডের খেদমত সম্পর্কে তিনি জানান, ‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে অভিজ্ঞ মুফতিদের নিয়ে আমরা শরীয়াভিত্তিক পরামর্শ ও সিদ্ধান্ত দিচ্ছি। সামাজিক, অর্থনৈতিক ও মানবিক ইস্যুতেও আমাদের ভূমিকা রয়েছে। পাশাপাশি মাদরাসাভিত্তিক ফতোয়া বিভাগগুলোর মধ্যে ঐক্য গড়ার চেষ্টা করছি।’

মুফতি খোরশেদ আলম কাসেমী বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দায়িত্বহীন ফতোয়া, বিভ্রান্তিকর ব্যাখ্যা এবং ফতোয়াকে হালকাভাবে নেয়ার প্রবণতা। তাই বোর্ড দায়িত্বশীল ও দলিলনির্ভর সিদ্ধান্তে জোর দিচ্ছে।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘দেশব্যাপী বোর্ডের শাখা বিস্তার, মাদরাসাগুলোতে দক্ষ ফতোয়া বিভাগ গঠন ও তরুণ মুফতিদের প্রশিক্ষণ আমাদের লক্ষ্য।’

উম্মাহর প্রতি আলেমদের দায়িত্ব প্রসঙ্গে এই আলেম বলেন, ‘দীন, ঈমান ও শরীয়তের হেফাজত করা আলেমদের ফরজ দায়িত্ব। বিভ্রান্তির যুগে আলেমরাই হতে পারেন মানুষের পথনির্দেশক।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top