জুলাই, মুজিববাদ, গণঅভ্যুত্থান, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র জুলাই পদযাত্রা,

জুলাইয়ের পথে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ : নাহিদ ইসলাম

জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার এনসিপি’র জুলাই পদযাত্রা কর্মসূচির পঞ্চম দিনে বগুড়া সাত মাথা রোডের মুক্তমঞ্চে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার।

তিনি আরো বলেন, রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদে আমরা গণঅভ্যুত্থান করেছি। আমরা আর কোনো বৈষম্য চাই না। আমরা চাই, যে এলাকা যতটুকু পিছিয়ে আছে, সে এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে।

এনসিপি আহ্বায়ক বলেন, ২৪’র গণঅভ্যুত্থানের পর নিরপেক্ষ আদালত, পুলিশ ও প্রশাসন নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কাঠামোতে ফিরে যেতে চায়, তার পরিণতিও সেই মুজিববাদী দোসরদের মতো হবে।

তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে। নতুন রাজনৈতিক দল আপনাদের সামনে এসেছে। আপনাদের সামনে বিকল্প এসেছে। যে বিকল্পের খোঁজে আপনারা গত ৫৪ বছর অপেক্ষা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top