জুলাই সনদের প্রতিশ্রুত ৩০ কার্য দিবস শেষ হওয়ার পরও আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের একাংশের সংগঠন এনসিপির কোনো উদ্যোগ বা বিবৃতি নেই। এটিকে তারা রাজনীতির কার্ড হিসেবেই তুলে রেখেছেন বলে অনেকে মনে করছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজনকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এক অ্যাক্টিভিস্ট লিখেছেন, ‘রাজনীতিতে কিছু কার্ড তুইলা রাখা লাগে না? মোক্ষম সময়ে প্রয়োগ করার জন্য? ‘জুলাই সনদ’ হলো সেরকম একটা কার্ড। চিপায় পড়লে মনে হবে— চল, জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করি। (একদিন আসবে, একটা কাকও আর ডাকে সাড়া দিবে না।)’
তিনি আরো বলেন, ‘এনসিপি কি নির্বাচনী প্রচারণায় কাজে লাগানোর জন্য বাঁচিয়ে রাখছে ‘জুলাই সনদ কার্ড’? ৩০ কার্য দিবস শেষ হওয়ার পরে আজকে মোক্ষম ছুটির দিনে একটা শ্লোগানও দিল না কেন জুলাইকে কেন্দ্র কইরা গইড়া উঠা বাকী দলগুলো?’
সংশ্লিষ্টদের সমালোচনা করে তিনি স্লোগান দেন, ‘জুলাই যাদের হাতিয়ার, সব শালারাই বাটপার।’
শেষে পরামর্শ দিয়ে তিনি লেখেন, জুলাইরে পুঁজি করা বাদ দেন। নিজেদের এজেন্ডা নিয়া রাজনীতি করেন পারলে। সময়ের প্রয়োজনে জুলাই হইছিল। জুলাই এখন অতীত।