জোট সংহত রাখতে হামাসের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে নেতানিয়াহু

টুডেনিউজ বিডি ডটনেট

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার জোটকে সন্তুষ্ট রাখতে এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে প্রতিক্রিয়া জানাতে হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

সংসদে বক্তব্য দেয়ার সময় তিনি জোরালো ভাষায় বলেছেন, যতক্ষণ হামাস ইসরাইলি বন্দিদের মুক্তি দেবে না, ততক্ষণ গাজায় আরো বেশি ভূখণ্ড দখল করবে ইসরাইল।

এই বক্তব্যের পেছনে একাধিক রাজনৈতিক কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ নানা ইস্যুতে নেতানিয়াহু চাপের মুখে রয়েছেন এবং তার জোটের কঠোর ডানপন্থী অংশকে সন্তুষ্ট রাখার জন্য শক্ত অবস্থান দেখানো জরুরি হয়ে পড়েছে।

অন্যদিকে, এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন ইসরাইল প্রথমবারের মতো মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে। এই প্রস্তাবে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং পাঁচজন ইসরাইলি বন্দির মুক্তির বিনিময়ে গাজার অবরোধ শিথিল ও কিছু ফিলিস্তিনি বন্দিদের মুক্তির পরিকল্পনা রয়েছে।

নেতানিয়াহু বর্তমানে এক জটিল রাজনৈতিক সমীকরণের মুখোমুখি। একদিকে, তাকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে নমনীয়তা দেখাতে হচ্ছে। অন্যদিকে, তিনি তার কট্টরপন্থী জোটকে সন্তুষ্ট রাখার জন্য কঠোর নীতির বার্তা দিতে চাচ্ছেন। গাজার ভূখণ্ড দখলের হুমকি মূলত তার এই কঠোর অবস্থানেরই প্রতিফলন।

বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই অবস্থান কেবল কৌশলগত, যা তার রাজনৈতিক টিকে থাকার জন্য নেয়া পদক্ষেপ। তবে এই নীতি গাজা সংকটকে আরো গভীরতর করতে পারে এবং ভবিষ্যতে ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনার পথকে আরো জটিল করে তুলতে পারে।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top