টুডেনিউজ বিডি ডটনেট
দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্রিটেনের প্রাক্তন নগরমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। সংস্থাটি দাবি করছে, সিদ্দিক তার বোনের নামে ফ্ল্যাট হস্তান্তর করতে একটি জাল নোটারি নথি ব্যবহার করেছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের অভিযোগের আওতায় এই তদন্ত চলছে।
দুদকের প্রকাশিত অভিযোগপত্র অনুযায়ী, টিউলিপ সিদ্দিক ঢাকা শহরের পূর্বাচল নিউ টাউন প্রকল্পে নিজের এবং পরিবারের জন্য সরকারি প্লট অর্জন করেছেন। অভিযোগ করা হচ্ছে যে, তিনি তার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এই ভূমি বরাদ্দ নিয়েছেন এবং রাষ্ট্রীয় জমির অনিয়মিত বরাদ্দ থেকে লাভবান হয়েছেন।
এছাড়া, কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সিদ্দিক তার বোনের নামে একটি ফ্ল্যাট হস্তান্তরের জন্য জাল নোটারি ব্যবহার করেছেন, যা আইন বিরুদ্ধ। অভিযোগের ভিত্তিতে দুদক এখন আদালতে সিদ্দিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দাখিল করার প্রস্তুতি নিচ্ছে। তবে, মামলার বিষয়ে আদালতকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
টিউলিপ সিদ্দিক জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেন, যার পর তিনি এই অভিযোগের সম্মুখীন হয়েছেন। তবে, তিনি বারবার বলেছেন, তিনি কোনো বেআইনি কাজ করেননি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
এই অভিযোগের তদন্তে রাজনৈতিক চাপের ব্যাপারও উঠে এসেছে। তবে, সিদ্দিকের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো বাস্তবতা নেই।
এখন দেখার বিষয় হবে, আদালত এই মামলার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং এই তদন্ত কতটা এগোয়।
সূত্র : ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস