ট্রাম্পের শুল্ক আরোপে বিশ্ব অর্থনীতিতে বড় ঝাঁকুনি

টুডেনিউজ বিডি ডটনেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক নীতির প্রভাব বিশ্ব বাজারে তাৎপর্যপূর্ণভাবে পড়েছে। বৃহস্পতিবার শেয়ারের দাম হ্রাস পেয়েছে, বন্ডের দর বেড়েছে এবং সোনার মূল্য নতুন উচ্চতায় পৌঁছেছে। ট্রাম্প সকল আমদানির ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপের পাশাপাশি কিছু নির্দিষ্ট বাণিজ্য অংশীদারের ওপর আরো কঠোর শুল্ক বসানোর ঘোষণা দেন, যার মধ্যে এশিয়ার দেশগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

শেয়ারবাজারে বড় ধস
ট্রাম্পের ঘোষণার পরপরই মার্কিন স্টক ফিউচার ব্যাপক চাপে পড়ে। বুধবার গভীর রাতে নাসডাক ফিউচার ৪ শতাংশ কমে যায়, বিশেষ করে চীনা প্রযুক্তি খাতের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের কারণে। আফটার-আওয়ার ট্রেডে অ্যাপলের শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ কমে যায়।

এস অ্যান্ড পি ৫০০ ফিউচার ৩.৩ শতাংশ এবং নিক্কেই ফিউচার ৪ শতাংশের বেশি হ্রাস পায়। এশিয়ার বাজারগুলোও পতনের মুখে পড়ে, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়ান ব্লু-চিপ স্টক ২ শতাংশের কাছাকাছি কমেছে, যেখানে দেশের শীর্ষ ২০০ তালিকাভুক্ত কোম্পানির সূচক খোলার ২০ মিনিটের মধ্যে ১.৯৬ শতাংশ হ্রাস পায়।

জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩.৪২ শতাংশ বা ১,২২২.৭৭ পয়েন্ট কমে ৩৪,৫০৩.১০-এ দাঁড়ায়। এদিকে, ভিয়েতনামের বাজারেও বড় ধস দেখা যায়, যেখানে ভ্যান একের ভিয়েতনাম ইটিএফ ৮ শতাংশের বেশি পড়ে যায়।

স্বর্ণের নতুন উচ্চতা
বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে সোনায় বিনিয়োগ বাড়িয়েছে। ট্রাম্পের ঘোষণার পর সোনার দাম নতুন রেকর্ড স্পর্শ করে।

তেলের দরপতন
ট্রাম্পের শুল্ক নীতির ফলে বাণিজ্যযুদ্ধের শঙ্কায় তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমে যায়। ০০৩৩ জিএমটি নাগাদ ব্রেন্ট ফিউচার ২.৬৩ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৭২.৯৮ ডলারে নেমে আসে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের ফিউচার ২.৭৬ শতাংশ কমে ৬৯.৭৩ ডলারে দাঁড়ায়।

মুদ্রার অস্থিরতা
ট্রাম্পের নীতির কারণে বৈশ্বিক মুদ্রাবাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। ডলারের মূল্যবৃদ্ধি ওয়েনের বিপরীতে ১৪৮.১৫-এ পৌঁছায়, যা এক নতুন উচ্চতা। অন্যদিকে, ভারতীয় রুপির মূল্য হ্রাস পায় এবং চীনা ইউয়ান এক মাসের সর্বনিম্ন ৭.৩৪৮২ ডলারে নেমে আসে।

ট্রাম্পের শুল্ক ও তার প্রতিক্রিয়া
ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে বিশ্বব্যাপী বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। আমদানির ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক ছাড়া চীনের পণ্যের ওপর ৩৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ, জাপানের ওপর ২৪ শতাংশ, ভারতের ওপর ২৬ শতাংশ, ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের প্রভাব ফেলবে এবং বাণিজ্য অংশীদাররা পাল্টা ব্যবস্থা নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। বিনিয়োগকারীরা শুল্কের ফলে মার্কিন প্রবৃদ্ধি হ্রাস এবং সুদের হার কমার সম্ভাবনা নিয়েও চিন্তিত।

সূত্র : এনডিটিভি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top