ট্রাম্প, আরাঘচি, ইরান, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য

ট্রাম্প একজন উচ্ছৃঙ্খল দাঙ্গাবাজ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উচ্ছৃঙ্খল দাঙ্গাবাজ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় আরাঘচি ট্রাম্পকে বিশ্বের জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন।

আরাঘচি বলেন, ট্রাম্প একজন উচ্ছৃঙ্খল দাঙ্গাবাজ। তিনি কূটনীতির প্রতি কোনো ধরনের তোয়াক্কা করেন না- বিশ্বাসঘাতকতা করেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকে বিপজ্জনক পর্যায়ে নিক্ষিপ্ত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ইরানি স্থাপনায় হামলার পর তেহরানকে বার্তা দেন, তিনি এখনই শান্তি চান। ইরানকে শান্তি চুক্তিতে আসতে হবে। তাতে রাজি না হলে আরো ভয়াবহ পরিণতির শিকার হতে হবে।

এ সময় তিনি দাবি করেন যে ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় তা নিশ্চিহ্ন হয়ে গেছে।

মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরান আজ রোববার সকালে ইসরাইলে ভয়াবহ হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ১৬ ইসরাইলি আহত হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানে মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই তেহরান ওই হামলা পরিচালনা করে। ধারণা করা হচ্ছে যে রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওই হামলা চালানো হয়।

আজ এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বিশ্ব মানবতা অনেকদূর অগ্রসর হয়েছে। সেজন্য কোনো উচ্ছৃঙ্খল দাঙ্গাবাজকে আমরা আইনের অবনতি হতে দিতে পারি না।

এ সময় তিনি জাতিসঙ্ঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে ‘জরুরি ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, এই ঘটনায় বিশ্ববাসীর নিরবতা বিশ্বকে এক অভূতপূর্ব বিপদের স্তরে নিমজ্জিত করবে।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন যে আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচির ‘গুরুতর হুমকি’ ‘হ্রাস’ করার জন্য পদক্ষেপ নিয়েছে। এ সময় তিনি সঙ্ঘাতের অবসান ঘটাতে ইরানকে ‘আলোচনার টেবিলে’ ফিরে আসার আহ্বান জানান।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। আমেরিকা সেই হুমকি দূর করার জন্যই পদক্ষেপ নিয়েছে।’

‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল রয়ে গেছে এবং এই অঞ্চলে স্থিতিশীলতা একটি অগ্রাধিকার। আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার এবং এই সঙ্কটের অবসানের জন্য একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাই।’

ট্রাম্প মার্কিন হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ হিসেবে অভিহিত করে বলেন যে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা ‘সম্পূর্ণরূপে এবং সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে’।

তিনি ইরানের গুরুত্বপূর্ণ ফোরদো বাঙ্কার, নাতানজ এবং ইসফাহান স্থাপনা ধ্বংস করার জন্য বি-২ স্টিলথ বোমারু বিমান মোতায়েন করেন।

সূত্র : ডেইলি মেইল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top