মোদিকে দেয়া আলোকচিত্রের নেপথ্যে কী

টুডেনিউজ বিডি ডটনেট

ব্যাংককে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক মুহাম্মাদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি ছবি উপস্থাপন করেছেন। ছবিটি ছিল ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ড. ইউনূসকে স্বর্ণপদক প্রদান করেছিলেন। এই প্রতীকী মুহূর্তের পুনরুত্থান বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ এবং বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম বর্তমানে ড. ইউনূসকে নিয়ে নানা সমালোচনা এবং বিতর্ক তৈরি করছে। তবে এটি মনে করিয়ে দেয়ার মতো বিষয় যে মাত্র এক দশক আগেই ভারত তাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছিল। সেই সময় ভারতের বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি দিয়েছিল ভারতীয় বিজ্ঞান কংগ্রেস। আজকের বিতর্কের আলোকে এটি একটি বড় বিপরীত চিত্র, যা দেখায় যে সময়ের সাথে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে পারে।

এই ছবির উপস্থাপনা শুধু অতীতকে স্মরণ করানো নয়, বরং এটি ভারতের সঙ্গে ড. ইউনূসের সম্পর্ককেও সুস্পষ্ট করেছে। এই মুহূর্তটি দেখিয়েছে যে আন্তর্জাতিক পরিসরে তিনি একজন সম্মানিত ব্যক্তি, যাকে একসময় ভারতও সম্মান জানিয়েছিল।

বর্তমান প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। একদিকে যখন ভারতীয় গণমাধ্যম ও কিছু মহল ড. ইউনূসকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, তখন অন্যদিকে অতীতের এই স্বীকৃতির বিষয়টি তাদের নিজেদের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠছে। এটি দেখিয়ে দেয় যে, ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গি সময়ের সাথে পাল্টে গেলেও তার প্রকৃত অবদান ও মর্যাদা রয়ে যায় অবিচল।

সর্বশেষ ঘটনাপ্রবাহের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, অতীতের গৌরবময় মুহূর্ত এবং বর্তমান বিতর্ক পাশাপাশি অবস্থান করছে। এ থেকেই বোঝা যায় যে, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, বরং তা বারবার ফিরে আসে এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তৈরি করে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top