ঢাকায় ‘মার্চ ফর গাজা’: নেতানিয়াহু, ট্রাম্প ও মোদির ছবিতে জুতা মেরে ক্ষোভ প্রকাশ

টুডেনিউজ বিডি ডটনেট

গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার প্রতিবাদে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসমাবেশ। শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার মানুষ। আয়োজকদের দাবি, র‍্যালিতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল এক লাখের বেশি।

সমাবেশে অংশ নিতে কেউ এসেছেন বাসে, কেউ পিকআপে, কেউবা রিকশা কিংবা পায়ে হেঁটে; এমনকি ঘোড়ায় চড়েও এসেছেন অনেকে। বিক্ষোভকারীদের হাতে ছিল অসংখ্য ফিলিস্তিনি পতাকা; মুখে মুখে উচ্চারিত হয়েছে “ফ্রি, ফ্রি ফিলিস্তিন” স্লোগান।

তবে এই বিক্ষোভে সবচেয়ে আলোচিত দিক ছিল- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে জুতা দিয়ে আঘাত করার প্রতীকী প্রতিবাদ। ঢাকার বিভিন্ন সড়কে এভাবে ক্ষোভ প্রকাশ করেন বহু বিক্ষোভকারী।

এই দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শিরোনাম করে প্রতিবেদন প্রকাশ করেছে—“বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় এক লাখ মানুষ নেতানিয়াহু ও তার মিত্রদের ছবিতে আঘাত করে বিক্ষোভ করেছে”।

প্রতিবেদনে বলা হয়, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে ইসরায়েলের গাজা আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, এবং তারা নেতানিয়াহুর পাশাপাশি ট্রাম্প ও মোদির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন—তাদের ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সহায়তার অভিযোগে দায়ী করে।

টাইমস অব ইসরায়েল, বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)–এর উদ্ধৃতি দিয়ে জানায়, বিক্ষোভকারীরা র‍্যালিতে প্রতীকী কফিন এবং ফিলিস্তিনে নিহত বেসামরিক নাগরিকদের প্রতীকী লাশ বহন করেন। এই কর্মসূচির সঙ্গে সংহতি জানায় বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি এবং বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল।

প্রতিবেদনে আরও বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৭ কোটিরও বেশি মানুষের দেশ বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে একটি স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন করে এবং ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না।

এই বিশাল কর্মসূচি বাংলাদেশের জনগণের ফিলিস্তিন-সংক্রান্ত অবস্থান ও মনোভাবকে আন্তর্জাতিক অঙ্গনে আবারও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top