জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে।
‘তত্ত্বাবধায়ক সরকার গঠন ও কাঠামো এবং এর এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে আজ। এসব বিষয়ে খোলামেলা আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে।’
ঐকমত্য কমিশনের সভা শেষে তিনি মঙ্গলবার সাংবাদিকদের একথা বলেছেন।
তিনি জানান, আজকের সভায় তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও আজকে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিষয়েও আলোচনা হয়েছে। এতে নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে আশু এবং দীর্ঘ মেয়াদে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আশু ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন (যদি ইতোমধ্যে তা গঠিত হয়ে থাকে তবে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে) এবং সেই কমিটির পরামর্শক্রমে সংসদীয় এলাকা নির্ধারণ করা হবে।’
এছাড়া দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে প্রতি আদমশুমারী বা অনধিক ১০ বছর পরে সংসদীয় নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের জন্য ‘সংবিধানে একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান’ যুক্ত করা হবে বলে জানান তিনি।
সূত্র : বিবিসি