টুডেনিউজ বিডি ডটনেট
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন, তালেবান নেতা সিরাজউদ্দিন হাক্কানির গ্রেফতারে সহায়তাকারী তথ্যের জন্য নির্ধারিত ১০ মিলিয়ন ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার এই সিদ্ধান্ত জানানো হলেও এফবিআই এখনো তাদের ওয়েবসাইটে পুরস্কারের তালিকা প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে হাক্কানি ‘আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জোট বাহিনীর বিরুদ্ধে সীমান্ত পার আক্রমণে সমন্বয় এবং অংশগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়।’
তালেবান সম্প্রতি দুই বছর ধরে বন্দী থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে, যার পরেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তানে পর্যটক হিসেবে ভ্রমণের সময় অপহৃত জর্জ গ্লেজম্যানের মুক্তি জানুয়ারি থেকে তৃতীয়বারের মতো তালেবান কর্তৃক একজন মার্কিন বন্দীর মুক্তির ঘটনা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে গ্লেজম্যানের মুক্তিকে ‘একটি ইতিবাচক এবং গঠনমূলক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি মুক্তি নিশ্চিত করতে কাতারের ‘অগ্রণী’ ভূমিকার জন্য দেশটিকে ধন্যবাদ জানান। তালেবান এর আগে মার্কিন বন্দিদের মুক্তিকে তাদের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ব্যাখ্যা করেছে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান সরকার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রয়েছে। যদিও কয়েকটি দেশ আফগানিস্তানে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। তবে এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় নির্ধারিত সেনা প্রত্যাহার তদারকি করেছিল। ২০২০ সালে মার্কিন প্রশাসন তালেবানের সাথে আলোচনা করে এবং ১৪ মাসের মধ্যে সেনা প্রত্যাহারের জন্য সম্মত হয়। তবে ২০২১ সালে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আফগান সরকার পতনের ফলে এই চুক্তিটি বিতর্কিত হয়ে ওঠে।
সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধের এক বিখ্যাত কমান্ডারের ছেলে সিরাজউদ্দিন হাক্কানি ছিলেন শক্তিশালী হাক্কানি নেটওয়ার্কের প্রধান। হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন সৈনিক বোয়ে বার্গডাহলসহ অপহৃত পশ্চিমা নাগরিকদের মুক্তিপণের জন্য আটক রাখার অভিযোগ রয়েছে।
তালেবানদের ক্ষমতা দখলের পরেও সিরাজউদ্দিন হাক্কানি মার্কিন নজরদারির মধ্যে ছিলেন। ২০২২ সালে কাবুলে একটি মার্কিন ড্রোন হামলায় তৎকালীন আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হন। মার্কিন কর্মকর্তাদের মতে, যে বাড়িতে আল-জাওয়াহিরি নিহত হন সেটি ছিল হাক্কানির আবাসস্থল।
সূত্র : আল জাজিরা