‘নতুন গাজা’ সম্পর্কে যে আশঙ্কার কথা বললেন ইসরাইলি গবেষক

টুডেনিউজ বিডি ডটনেট

‘গাজা যুদ্ধে ইসরাইল যদি নিজেদের বিজয় দাবি করে, তবে সেটি হবে বিপজ্জনক ভ্রান্তি, যার বাস্তবতা অনেক জটিল। মূলত এই বাস্তবতা বুঝার মতো সময় বা সাধ্য কোনোটাই ইসরাইলের নেই।’

ইসরাইলি গণমাধ্যম মারিভ নিউজে প্রকাশিত এক নিবন্ধে এমন দাবি করেন দেশটির প্রখ্যাত কলামিস্ট ও গবেষক ইয়োশ বেন-এলিজার। তিনি মিসগাভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটির সিনিয়র গবেষক।

এই গবেষক বলেন, গাজার বাস্তবতা অনেক জটিল। এর কারণ হলো, ইসরাইল ১৯৮২ সালে লেবানন থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করেছিল। তখন এটাকে বিশেষ অর্জন হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু সময়ের বাস্তবতায় এখন দেখা যাচ্ছে, ওই অভিযানই হিজবুল্লাহ ও শিয়া অক্ষকে উত্থানের দিকে পরিচালিত করেছিল।

তিনি আরো বলেন, গাজা থেকে সেনা প্রত্যাহারের একতরফা ইসরাইলি সিদ্ধান্ত একটি সাহসী ও সঠিক পদক্ষেপ বলেই মনে হয়। তবে হামাসকে অস্ত্র সরবরাহের সুযোগ দেয়া আরেকটি ৭ অক্টোবরের সম্ভাবনাকে জিইয়ে রাখে।

এলিজার বলেন, ‘হামাসের ৭ অক্টোবরের আক্রমণ ছিল ভয়াবহ পর্যায়ের। তবে শিয়া অক্ষের সাথে তাদের সমন্বয়ের অভাব ইসরাইলকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছিল। এতে অবশ্য শেষ পর্যন্ত শিয়া অক্ষকেও দুর্বল করার সুযোগ পাওয়া গিয়েছিল।’

তিনি প্রশ্ন রেখে বলেন, শিয়া অক্ষের পতনকে তো দুর্দান্ত সাফল্য হিসেবে বিবেচনা করা যায়। কিন্তু হিজবুল্লাহর শূন্যস্থান তো আর খালি থাকবে না। অন্য আরেকটি দল এসে তা পূর্ণ করবে। তাই প্রশ্ন থেকে যায়, নতুন সেই দলটি কি আরো কম বিপজ্জনক হবে, না হিজবুল্লাহর চেয়েও বেশি ভয়ঙ্কর হবে?

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অভিযোগ করে এলিজার বলেন, তিনি এমন একটি সরকার গঠন করেছেন, যেখানে অনেক উগ্রপন্থী অন্তর্ভুক্ত রয়েছেন এবং যাদের অনেকেই দেশের জন্য ক্ষতিকারক বলে মনে করা হয়।

তিনি আরো বলেন, এখন মার্কিন প্রেসিডেন্টের পদে ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছেন। এটি ইসরাইলের জন্য একটি ভালো সুযোগ। কিন্তু এই নিশ্চয়তা কে দিতে পারবে যে এই সুযোগকে কাজে লাগানো হলে আরো বড় ও দীর্ঘমেয়াদি কোনো সমস্যা তৈরি হবে না?

সূত্র : মিডল ইস্ট মনিটর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top