টুডেনিউজবিডিডটনেট
ভ্যাটিকান সিটি রবার্ট প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করেছে। তিনি পোপ লিও নামে পরিচিত হবেন। এটাই প্রথমবার কোনো আমেরিকান পোপ নির্বাচিত হলেন।
ভোট শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়, যা পোপ নির্বাচনের সংকেত।
পরে ব্যালকনিতে তার নাম ঘোষণা করা হয়। শিকাগোতে জন্ম নেওয়া পোপ লিও চতুর্দশ বলেন, “তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।”
তার নির্বাচনের খবরে জনতার মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “প্রিয় ভাই ও বোনেরা, পুনরুত্থিত খ্রিস্টের প্রথম অভিবাদন এটি। আমি সবাইকে শান্তির শুভেচ্ছা জানাই।”
জনতা “ভিভা পাপা” স্লোগান দেয়। পতাকা উত্তোলন ও আলিঙ্গনের মধ্য দিয়ে আনন্দ উদযাপন চলে।
২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হলে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
পরদিন প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। কনক্লেভে কার্ডিনালরা ২৬৭তম পোপ নির্বাচন করেন।
সকাল ১১টায় তৃতীয় দফা ভোটেও কালো ধোঁয়া দেখা যায়। পরে সাদা ধোঁয়া উঠলে জানা যায়, পোপ নির্বাচিত হয়েছেন।
এরপর এক কার্ডিনাল লাতিন ভাষায় ঘোষণা দেন, “হ্যাবেমাস পাপাম”—“আমাদের একজন পোপ আছেন।”
নতুন পোপ নির্বাচনের নিয়ম
পোপ মারা গেলে বা পদত্যাগ করলে কনক্লেভ নামে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়।
এই সময়ে ‘কলেজ অব কার্ডিনালস’ চার্চের কার্যক্রম পরিচালনা করে।
সিস্টিন চ্যাপেলের ভেতরে কার্ডিনালরা গোপন ভোট দেন। নির্বাচন কয়েক দিনও চলতে পারে।
প্রতিবার ভোট শেষে ব্যালট পুড়িয়ে ধোঁয়া তৈরি করা হয়। কালো ধোঁয়া মানে পোপ নির্বাচিত হননি, সাদা ধোঁয়া মানে পোপ নির্বাচিত হয়েছেন।
সূত্র : বিবিসি