ডেমোক্র্যাট, মামদানি, নিউইয়র্ক সিটির মেয়র

নিউইয়র্ক সিটির মেয়র পদে মুসলিম নেতাকেই বেছে নিলো ডেমোক্র্যাটরা

টুডেনিউজ ডেস্ক

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। প্রাথমিক ফলাফলে এগিয়ে থেকে তিনি নিজেকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। চূড়ান্ত ফল প্রকাশে কিছুদিন সময় লাগলেও বিশ্লেষকরা বলছেন, দৈব কিছু না ঘটলে তিনিই হবেন ডেমোক্র্যাটদের চূড়ান্ত প্রার্থী।

৩৩ বছর বয়সী মামদানি একজন ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী এবং মুসলিম নেতা। তার এই উত্থানকে ঐতিহাসিক হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা।

সাবেক মেয়র অ্যান্ড্রু কুওমো একসময় ফেভারিট থাকলেও মামদানির পক্ষে ব্যাপক ভোট পড়ায় তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এবং মামদানিকে ফোন করে শুভেচ্ছা জানান। কুওমো বলেন, মামদানি তরুণদের অনুপ্রাণিত করেছেন এবং একটি প্রভাবশালী প্রচারণা চালিয়েছেন।

মঙ্গলবার রাতে এক বক্তৃতায় মামদানি বলেন, ‘আজ রাতে আমরা ইতিহাস তৈরি করেছি। আমি নিউইয়র্ক সিটির মেয়র পদে আপনাদের ডেমোক্র্যাটিক প্রার্থী হবো।’

প্রাথমিক গণনায় মামদানি পেয়েছেন ৪৩.৫ শতাংশ এবং কুওমো পেয়েছেন ৩৬.৪ শতাংশ ভোট। যেহেতু কেউই ৫০ শতাংশ ভোট পাননি, তাই র‍্যাঙ্কড-চয়েস ভোটিং অনুযায়ী দ্বিতীয় পছন্দের ভোট এখন গণনা করা হবে। এতে মামদানির জয়লাভের সম্ভাবনাই বেশি বলে পূর্বাভাস।

বিশ্লেষকরা মনে করছেন, এই ফল অন্য প্রগতিশীল প্রার্থীদের জন্যও অনুপ্রেরণা হবে। বিল ক্লিনটনের মতো প্রভাবশালী মহলের সমর্থন কুওমোর পেছনে থাকলেও মামদানির তৃণমূল জনপ্রিয়তা বিশেষ করে তরুণদের মধ্যে, সব পূর্বাভাসকে ছাপিয়ে গেছে।

মামদানি বলেন, ‘আমি প্রতিজন নিউইয়র্কবাসীর মেয়র হবো। আপনি আমাকে ভোট দিন বা কুওমোকে দিন, কিংবা কাউকেই না দিন—আমি সবাইকে নিয়েই এগোতে চাই।’

সূত্র : গার্ডিয়ান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top