বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। একইসঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দলীয় প্রতীক ‘দাড়িপাল্লা’ ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত নেবে ইসি।
রোববার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করে। মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় এক নম্বরে ছিল।
জামায়াতের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের একাধিক দফা শুনানির পর গত ১৪ মে আপিল বিভাগ ১ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছিল।
এর আগে, গত বছরের ১ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত হওয়ার আগেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।