টুডেনিউজ বিডি ডটনেট
বছর কয়েক আগেও যাত্রীদের ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। কিন্তু এখন চিত্র সম্পূর্ণ ভিন্ন। যাত্রীরা নয়, বরং ট্রেনই এখন তাদের জন্য অপেক্ষা করছে। নির্ধারিত সময়ে ট্রেন পৌঁছানোয় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
শুক্রবার (২৮ মার্চ) ঢাকা রেলওয়ে স্টেশনে গেছে, প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেনের রেক প্রস্তুত রাখা হয়েছে। কোনো কোনো প্ল্যাটফর্মে অতিরিক্ত ট্রেনও রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেন ছাড়ার পর খালি হওয়া প্ল্যাটফর্মে পরবর্তী ট্রেনের রেক রাখা হচ্ছে বা ফিরতি ট্রেনের জন্য প্রস্তুত করা হচ্ছে।
যাত্রীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে ট্রেন চলাচল গত বছর কিছুটা হলেও দেখা গিয়েছিল। তবে এর আগে এমনটা হয়নি। অতীতে শিডিউল বিপর্যয়ের কারণে ঈদযাত্রা ছিল দুর্ভোগের। এবার সময়ানুবর্তিতা যাত্রাকে অনেক সহজ ও আরামদায়ক করেছে।
জামালপুর এক্সপ্রেসের যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘টিকিট নিতে কিছুটা কষ্ট হলেও ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই ট্রেন প্ল্যাটফর্মে ছিল। আমার দুই বন্ধু গতকাল গিয়েছিল, তারাও বলেছে ট্রেন সময়মতো চলছে। ঈদের যাত্রা এবার বেশ স্বস্তিদায়ক।’
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়েছে এবং প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করেছে।