গাজা যুদ্ধ, হামাস

নেতানিয়াহুর প্রতি বিরক্ত ট্রাম্প, নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সাথে চুক্তির পরিকল্পনা

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেয়া হয়েছে। তবে দলটি এ বিষয়ে আপোষ না করার কারণে নতুন করে চিন্তা করছে ট্রাম্প প্রশাসন।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদের বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

সংবাদমাধ্যমটির মতে, গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সাথে জড়িত একাধিক আরব সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এখন যুদ্ধবিরতি চুক্তির পূর্বশর্ত হিসেবে হামাসের নিরস্ত্রীকরণের দাবি থেকে সরে আসতে প্রস্তুত।

সূত্রগুলো জানায়, আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিসরীয় কর্মকর্তাদের সাথে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন। হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু ছাড় দিয়ে, একইসঙ্গে সব ইসরাইলি পণবন্দীদের মুক্তির জন্য একটি সমন্বিত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলের একটি ধারণা কাজ করছে—গাজায় ইসরাইলি পণবন্দীদের উদ্ধারে কোনো সামরিক বিকল্প কার্যকর হবে না। পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের ভেতরে এই বিশ্বাসও জোরালো হচ্ছে যে ইসরাইল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অতিরিক্ত কর্তৃত্ববাদী ও কৌশলী আচরণ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top