পোপ, ট্রাম্প,

পরবর্তী পোপ হতে চান ট্রাম্প!

পরবর্তী পোপ হওয়ার ‘আগ্রহ’ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ ‘আগ্রহ’ প্রকাশ করেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন, পরবর্তী পোপ হিসেবে তিনি কাকে দেখতে চান? তখন তিনি মজা করে বলেন, আমিই পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হতে চাই। এটাই আমার প্রথম পছন্দ হবে।’

এরপর তিনি যোগ করেন, আসলে পোপ হিসেবে তার কোনো পছন্দ নেই। তিনি আরো বলেন, ‘আমি শুধু বলতে চাই, নিউইয়র্কের বাইরে থেকে আসা আমাদের এক কার্ডিনাল আছেন, তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।’

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস গত সপ্তাহে ৮৮ বছর বয়সে মারা গেছেন। এরপর সম্ভাব্য পোপপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেখানে নিউ ইয়র্কের আর্চবিশপ কার্ডিনাল টিমোথি ডোলানের নাম নেই। তবে তালিকায় রয়েছেন আরেক আমেরিকান, নিউ জার্সির নিউয়ার্কের আর্চবিশপ কার্ডিনাল জোসেফ টোবিন। এখন পর্যন্ত কখনো কোনো পোপ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত হননি।

ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া গত সপ্তাহে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে রোম সফর করেছিলেন।

গত এক দশকে ট্রাম্প ও ফ্রান্সিসের মধ্যে নানা বিষয়ে, বিশেষ করে অভিবাসীদের প্রতি পোপের সহানুভূতিশীল অবস্থান নিয়ে বাকযুদ্ধ চলেছে। পোপ যাদের পাশে দাঁড়ান, ট্রাম্প বারবার সেসব অভিবাসীকে বহিষ্কারের চেষ্টা করেছেন।

প্রায় ১৩৫ জন ক্যাথলিক কার্ডিনাল শিগগিরই এক গোপন সম্মেলনে যোগ দেবেন, যেখানে তারা নতুন পোপ নির্বাচন করবেন। তবে এখনো পর্যন্ত কারো সুনির্দিষ্ট অগ্রাধিকার প্রতীয়মান হয়নি।

সূত্র : রয়টার্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top