হারেৎজ, ইসরাইল, বসতি স্থাপনকারী, পাহাড়ের যুবক, গণহত্যা, পশ্চিমতীর, ফিলিস্তিনি,

পশ্চিমতীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার এখনই সময়, দাবি ইসরাইলি আইনমন্ত্রীর

ইসরাইলের আইনমন্ত্রী ইয়ারিভ লেভিন অধিকৃত পশ্চিমতীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার পক্ষে প্রকাশ্যে মত দিয়েছেন। বুধবার বসতি স্থাপনকারী নেতা ইয়োসি দাগানের সাথে বৈঠকে তিনি বলেন, ‘পশ্চিমতীরকে সংযুক্ত করার সময় এসে গেছে।’

টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদন অনুযায়ী, লেভিন বলেন, ‘আমি বিশ্বাস করি যে বর্তমান সমস্যাগুলোর বাইরেও এই সময়কাল একটি ঐতিহাসিক সুযোগ, যা আমাদের হাতছাড়া করা উচিত নয়।’ তিনি আরো বলেন, ‘এখন সার্বভৌমত্ব প্রয়োগের সময়। এই বিষয়ে আমার অবস্থান দৃঢ় ও স্পষ্ট।’

দাগানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি এবং লেভিনের নিজস্ব ভিডিও বার্তার ভিত্তিতে জানা গেছে, আইনমন্ত্রীর মতে, পশ্চিমতীর সংযুক্তিকরণ ইসরাইলের ‘অগ্রাধিকারের তালিকার শীর্ষে’ থাকা উচিত।

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ পশ্চিমতীরকে অধিকৃত অঞ্চল হিসেবে বিবেচনা করে এবং সেখানে ইসরাইলি বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। তবে ইসরাইলের কট্টর ডানপন্থী নেতারা দীর্ঘদিন ধরেই এই অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের অংশ করার দাবি জানিয়ে আসছেন।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top