পশ্চিমারা ইতোমধ্যেই নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ।
শনিবার (৩১ মে) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় এমন মন্তব্য করেন তিনি।
শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক উচ্চ-স্তরের এশিয়া প্রতিরক্ষা শীর্ষ সম্মেলন শাংরি-লাতে বক্তব্য দিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা যদি গাজার পক্ষ গ্রহণ না করি এবং নিরঙ্কুশভাবে ইসরাইলকেই সমর্থন দিয়ে যাই, তাহলে বিশ্ববাসীর কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে।
ম্যাক্রোঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলবানিজ এক্সবার্তায় বলেন, দুঃখজনক বিষয় হচ্ছে, ইতোমধ্যে এটি হয়েই গেছে। দশকের পর দশক ধরে ইসরাইলকে নিরঙ্কুশভাবে সমর্থন দিয়ে যাওয়ায় বিশ্ববাসী এখন আর পশ্চিমাদের বিশ্বাস করতে পারছে না।
তিনি আরো বলেন, পশ্চিমের লাখ লাখ মানুষ এখনো ভোগান্তির শিকার হচ্ছে। এখন বিশ্বাসযোগ্যতা আনার একমাত্র উপায় এটিই যে ইসরাইলকে নিষেধাজ্ঞা দেয়া।
সম্মেলনে ম্যাক্রোঁ গাজায় যুদ্ধবিরতি এবং জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন। একইসাথে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রচেষ্টার উপরও জোর দেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড ফরাসি প্রেসিডেন্টের ওই বিবৃতির প্রতিক্রিয়ায় এক্সবার্তায় বলেন, ‘ম্যাক্রোঁ এখন সতর্ক করছেন যে পশ্চিমারা ইউক্রেন এবং গাজা যুদ্ধের কারণে বিশ্বাসযোগ্যতা হারাতে পারে… সত্যিই? আরে, তারা তো বিশ্বাসযোগ্যতা ১৯ মাস আগেই হারিয়ে ফেলেছে।’
তিনি আরো বলেন, ‘গাজায় ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে, এটি পশ্চিমাদের জড়িত থাকার বা নিষ্ক্রিয়তারই ফলাফল। সেজন্য তাদের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে কেবল শব্দই যথেষ্ট নয়। বরং শব্দের চেয়ে অনেক বেশি কিছু লাগবে।’
সূত্র : মিডল ইস্ট মনিটর




