পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার এগারো দিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শনিবার বিকালে দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক হয়।
বৈঠকে পহেলগাঁও হামলার পর রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং নিয়ন্ত্রণরেখা বরাবর চলমান সংঘর্ষ নিয়ে আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
এছাড়া, কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে। তবে বৈঠকের বিস্তারিত বিবরণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
পহেলগাঁও হামলার ঘটনার পর ওমর আবদুল্লাহ এক দিনের বিশেষ অধিবেশন ডেকে বিধানসভায় পর্যটকদের নিরাপত্তা দিতে না পারার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, নিহতদের পরিবারের কাছে কীভাবে ক্ষমা চাইবেন, তিনি জানেন না।
সূত্র : দ্য হিন্দু