৯ বছরের বাংলাদেশী দাবাড়ুর কাছে পরাজিত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন

টুডেনিউজ বিডি ডটনেট

৯ বছর বয়সী বাংলাদেশি দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধ দাবার ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়ের সূচনা করেছেন। অনলাইন দাবার জনপ্রিয় প্ল্যাটফর্ম চেস ডট কম-এ বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে সাড়া ফেলিয়েছেন তিনি।

ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মুগ্ধ এখনো নিজস্ব চেস ডট কম প্রোফাইল না থাকায় তার কোচ নাঈম হকের আইডি ব্যবহার করেই ম্যাচে অংশগ্রহণ করেন। কোচের প্রোফাইল থেকেই খেলার সুযোগ পেয়ে অনলাইনে বুলেট গেম ফরম্যাটে নরওয়ের গ্র্যান্ডমাস্টার কার্লসেনের মুখোমুখি হন মুগ্ধ। এই ফরম্যাটে প্রতিটি ম্যাচ শেষ করতে হয় মাত্র এক মিনিটে।

চেস ডট কম-এর গেমিং সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে খেলোয়াড় নির্বাচন করে থাকায় কার্লসেনের বিপক্ষে খেলার বিষয়টি ছিল পুরোপুরি কাকতালীয়। তবে এই অপ্রত্যাশিত সুযোগকেই কাজে লাগিয়ে দুর্দান্তভাবে ম্যাচটি জিতে নেন মুগ্ধ।

মুগ্ধর এমন অনন্য সাফল্যে আবেগাপ্লুত তার কোচ নাঈম হক। এক গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “আমি মুগ্ধকে খেলা শেখাই। ও সব সময় অনলাইনে খেলতে চায়। আমি বললাম, তাহলে আমার আইডি দিয়ে খেলো। এরপর ও হঠাৎ ফোন করে বলে কার্লসেনকে হারিয়ে দিয়েছে। শুনে তো আমি বিশ্বাস করিনি। পরে ও খেলার স্ক্রিনশটসহ সব তথ্য পাঠিয়ে দেয় আমাকে।”

মুগ্ধর প্রতিভা নিয়ে আশাবাদী নাঈম হক মনে করেন, “ওর মধ্যে আমি অনেক সম্ভাবনা দেখেছি। এখনকার সময়ের অনেক দাবাড়ুর চেয়ে সে এগিয়ে। ভবিষ্যতে দাবার গ্র্যান্ডমাস্টার হওয়ার সব উপাদান তার মধ্যে রয়েছে।”

এর আগেও বয়সভিত্তিক দাবায় নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মুগ্ধ। বাংলাদেশ অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, গত ডিসেম্বরে ব্যাংককে আয়োজিত এশিয়ান স্কুল দাবায় অংশগ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, ম্যাগনাস কার্লসেন ৩৪ বছর বয়সী নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার। তিনি পাঁচবার র‍্যাপিড দাবায় এবং আটবার ব্লিটজ দাবায় শিরোপা জয় করেছেন। অনেকেই তাকে দাবার ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করে থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top