বুধবার পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এই অভিযানে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাল্টা প্রতিক্রিয়ায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে দেশটি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মির সীমান্তবর্তী অন্তত তিনটি অঞ্চলে তীব্র গোলাবর্ষণ ও ভারী গুলিবিনিময়ে লিপ্ত হয়েছে।
এই সামরিক অভিযানের পটভূমিতে রয়েছে গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর উগ্রবাদীদের হামলা, যাতে প্রাণ হারান ২৬ জন। ভারতের সাম্প্রতিক ইতিহাসে বেসামরিক নাগরিকদের ওপর এটিই অন্যতম ভয়াবহ হামলা।
ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘উগ্রবাদী অবকাঠামো’তে আঘাত করেছে— যেসব স্থাপনা থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও নির্দেশনা দেয়া হচ্ছিল। এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’।
পাকিস্তানের ৯ বেসামরিক স্থাপনায় হামলা করলো ভারত
পাকিস্তান জানিয়েছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় দুটি মসজিদসহ কয়েকটি বেসামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে, যেখানে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, হামলাগুলো বেসামরিক এলাকায় হয়েছে, কোনো উগ্রবাদী ঘাঁটিতে নয়।
পাকিস্তানের মতে, ভারত তাদের নিজস্ব আকাশসীমা থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ‘উগ্রবাদী শিবিরে হামলার’ দাবি ভিত্তিহীন।
ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ, আগুন, ধোঁয়া এবং মানুষ পালিয়ে যাওয়ার দৃশ্য দেখালেও রয়টার্স এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুজাফ্ফরাবাদে বিস্ফোরণের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ভারতীয় সেনাবাহিনী এক্সবাতায় বলেছে, “ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ইসলামাবাদ ভারতীয় হামলার জবাব দিচ্ছে। তবে বিস্তারিত জানাননি তিনি।
তবে এই পরিস্থিতিকে “লজ্জাজনক” বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন যে সংঘাত দ্রুত থেমে যাবে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং হাসপাতাল ও জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
এদিকে, হামলার খবরে ভারতের অর্থবাজারে বেশ প্রভাব পড়েছে। গিফট সিটির আর্থিক কেন্দ্রে বেঞ্চমার্ক এনএসই নিফটি ৫০ সূচক ১.১৯% হ্রাস পেয়েছে।
সূত্র : রয়টার্স