পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের একাধিক স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। জবাবে পাকিস্তান বিমানবাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে।
রয়টার্সকে পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ভূপাতিত ছয়টি যুদ্ধবিমানের মধ্যে রয়েছে তিনটি ফরাসি তৈরি রাফায়েল, একটি এসইউ-৩০ এমকেআই এবং একটি মিগ-২৯ ফুলক্রাম।
অন্যদিকে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করেছে এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছে। এলওসি এলাকায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে তীব্র গুলি বিনিময় চলছে।
ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের দাবি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি। তবে যদি এই দাবি সত্য হয়, তা হলে কয়েক দশকে এই প্রথমবারের মতো ভারতীয় সেনাবাহিনীর জন্য এত বড় ক্ষতির ঘটনা ঘটল, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘনীভূত করতে পারে।
পাকিস্তানে ভারতের হামলা : সমর্থন নেই, উল্টো তোপের মুখে নয়াদিল্লি
এদিকে, এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। বুধবার নন-ডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ১ মাসের এনডিএফ চুক্তির তথ্যে দেখা যায়, অনশোর স্পট মার্কেট খোলার সময় রুপির দর ৮৪.৬৪ থেকে ৮৪.৬৮ রুপির মধ্যে লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মঙ্গলবারের ৮৪.৪৩২৫ রুপি থেকে নিম্নমুখী।
এছাড়া, হামলার খবরে ভারতের শেয়ারবাজারেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গিফট সিটির আর্থিক কেন্দ্রে বেঞ্চমার্ক এনএসই নিফটি ৫০ সূচক ১.১৯ শতাংশ হ্রাস পেয়েছে।
সূত্র : রয়টার্স