পাকিস্তান ও ভারতের মধ্যে কতটি যুদ্ধ হয়েছে, কারা জিতেছে?
ভারত-পাকিস্তানের মধ্যে এখন পর্যন্ত মোট চারটি প্রধান যুদ্ধ সংঘটিত হয়েছে। প্রথম যুদ্ধটি হয় ১৯৪৭-৪৮ সালে, যেটি ‘কাশ্মির যুদ্ধ’ নামে পরিচিত। এই যুদ্ধে সরাসরি কোনো একক পক্ষ সম্পূর্ণ বিজয়ী হয়নি; জাতিসঙ্ঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং কাশ্মির অঞ্চল ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে যায়।
দ্বিতীয় যুদ্ধ হয় ১৯৬৫ সালে। এটিও মূলত কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়। উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির পর যুদ্ধ একটি অচলাবস্থায় পৌঁছায় এবং শেষ পর্যন্ত তাসখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধেও কোনো পক্ষ নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারেনি।
তৃতীয় যুদ্ধ হয় ১৯৭১ সালে, যা ছিল সবচেয়ে নির্ণায়ক। এটি মূলত পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ইস্যু নিয়ে সংঘটিত হয়। এই যুদ্ধে ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে এবং ফলস্বরূপ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই যুদ্ধে ভারত সুস্পষ্ট বিজয়ী হয়।
চতুর্থ যুদ্ধ হয় ১৯৯৯ সালে, যা ‘কার্গিল যুদ্ধ’ নামে পরিচিত। এখানে পাকিস্তান সমর্থিত গোষ্ঠীগুলো কাশ্মিরের ভারতীয় পোস্ট দখল করে বসেছিল। ভারত পাল্টা অভিযান চালিয়ে অধিকাংশ পোস্ট পুনরুদ্ধার করে এবং আন্তর্জাতিক চাপে পাকিস্তান পিছু হটতে বাধ্য হয়। কার্গিল যুদ্ধেও সামরিক ও কূটনৈতিকভাবে ভারত বিজয়ী হয় বলে বিবেচিত হয়।
সবমিলিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চারটি প্রধান যুদ্ধ হয়েছে। ১৯৪৭ এবং ১৯৬৫ সালের যুদ্ধ অমীমাংসিতভাবে শেষ হলেও ১৯৭১ এবং ১৯৯৯ সালের যুদ্ধে ভারত স্পষ্টভাবে বিজয়ী হয়।