মুসলিমদের জন্য পৃথক শরিয়া কোর্ট প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে সচেতন নাগরিক সমাজ। এ নিয়ে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ক্রমেই গতি পাচ্ছে।
ধর্মতে বিশ্বাস করে, এমন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফোরাম ও দলের পক্ষ থেকে কিছুদিন পরপরই দাবি জানানো হচ্ছে। আস্তে আস্তে এটি গণমানুষের দাবি ও আকাঙ্ক্ষায় রূপ নিচ্ছে। অনেকেই এই বিষয়ে সরকারের সাথে আলোচনা করারও প্রতিশ্রুতি ব্যক্ত করছে।
জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মাওলানা রেজাউল করিম আবরার তার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে বলেন, ‘আমরা পৃথক শরিয়া কোর্ট চাই সংখ্যা গরিষ্ঠ মানুষের জন্য। বৃটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে ৫২ বছরে কিছু করতে পারেননি, কিয়ামত পর্যন্ত পারবেন না।’
এ সময় তিনি এই দাবিতে মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রস্তুতি নেন। নারীবাদীরা যদি তাদের অধিকারীদের জন্য মাঠে নামতে পারে, আমরা পৃথক শরিয়া কোর্টের জন্য মাঠে নামব ইনশাআল্লাহ।’
এমন দাবিই জানিয়েছিলেন আহলে হাদিস ঘরানার প্রতিনিধিত্বশীল আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। এছাড়া আরো বিভিন্ন ফোরাম থেকেও এই জাতীয় দাবি ধীরে ধীরে উঠছে।