পোপ, ট্রাম্প,

পোপের পোশাকে ট্রাম্প, বললেন, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে, অনলাইনে পোপের পোশাকে ছড়িয়ে পড়া ওই ছবির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এর সাথে আমার কোনও সম্পর্ক ছিল না। কেউ একজন পোপের পোশাকে আমার ছবি তুলে অনলাইনে পোস্ট করেছে। এটা আমি করিনি, আমি জানি না এটা কোথা থেকে এসেছে। হয়তো এটা এআই দ্বারা তৈরি করা হয়েছে। কিন্তু আমি জানি না এটা কোথা থেকে এসেছে।’

ছবিটি নিয়ে ক্যাথলিকদের ক্ষোভ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আপনি ক্যাথলিকদের কথা বলছেন না; বরং আপনি ভুয়া মিডিয়ার কথা বলছেন। ক্যাথলিকরা ছবিটি পছন্দ করেছে।’

তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। ছবিটি পোস্ট করার পরপরই যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন ক্যাথলিক সম্প্রদায়ের নেতারা এবং বিশ্বাসীরা এর বিরোধিতা জানান।

বিশিষ্ট ক্যাথলিক নেতা কার্ডিনাল টিমোথি এম ডোলান, যিনি নিউ ইয়র্কের আর্চবিশপ, রবিবার এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি আশা করি এর সাথে তার কোনো সম্পর্ক নেই।’

তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, ‘আপনি খারাপ দৃষ্টান্ত তৈরি করেছেন।’

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেন, যেখানে তাকে পোপের পোশাকে দেখা যায়। একইসাথে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকেও ছবিটি পুনঃপ্রকাশ করা হয়।

সূত্র : আশ-শারকুল আওসাত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top