মুফতি আবদুল কাদির মাসুম
আপনি শুনলে অবাক হবেন যে (জিবরীলে আমীন ছাড়া অন্য) ফেরেশতাগণ কুরআন তেলাওয়াত করতে পারেন না। এটি এমন এক নেয়ামত, যা কেবল মানুষকেই দান করা হয়েছে। এ মর্যাদা কেবল বনী আদমই প্রাপ্ত হয়েছে।
আল্লামা সুয়ূতী রহ. লিখেন,
قال ابن الصلاح: قراءة القرآن كرامة أكرم الله بها البشر، والملائكة لم يعطوا ذلك، وهي حريصة على استماعه من الإنس.
অর্থাৎ ইমাম ইবনুস সালাহ রহ. বলেছেন, কুরআন তেলাওয়াত এমন এক মর্যাদা যা দ্বারা আল্লাহ কেবল মানব সম্প্রদায়কে সম্মানিত করেছেন। ফেরেশতাগণকে এ মর্যাদা দেওয়া হয়নি। যদ্দরুণ মানুষ যখন তেলাওয়াত করে খুব আগ্রহভরে তেলাওয়াত শুনেন তারা। (আল-ইতকান ১/২৭৫)
লেখকের ফেসবুক আইডি থেকে