ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আবারো জেগে ওঠেছে জুলাই। একতাবদ্ধ হয়েছে জুলাইয়ের অংশীদার সকল পক্ষ। আজ রাতের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় জুলাইযোদ্ধারা।
আজ জুলাইযোদ্ধারা তাদের ফেসবুক পোস্টে এই দাবি জানিয়ে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা।
এদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া তার ফেরিফায়েড ফেসবুকের এক পোস্টে জানিয়েছে, ‘নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চুড়ান্ত পর্যায়ে আছে।’
তিনি আরো বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার।’
তবে তার এই পোস্টের পরে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেন যে ‘যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে।’
তিনি সরকারকে সতর্ক করে আরেকটি পোস্টে বলেন, ‘জুলাইয়ের সব শক্তি আবার ঐক্যবদ্ধ।’
উল্লেখ্য, জুলাইয়ের অংশীদার সকল পক্ষ একত্রে যমুনার সামনে অবস্থান নিয়েছে। অবস্থানে জনসমাগম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় যে অন্তর্বর্তী সরকার আজ রাতের মধ্যেই একটি সিদ্ধান্তে আসবেন।