আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহীদুল আলম ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন। গাজামুখী মানবিক জাহাজে যোগ দেওয়ার সময় তাকে আটক করা হয়েছিল। কয়েকদিনের বন্দিদশা শেষে বৃহস্পতিবার তিনি মুক্তি পান এবং ইস্তানবুলে অবতরণ করেন।
বাংলাদেশ সরকার ও তুরস্কের সক্রিয় ভূমিকার ফলেই তার মুক্তি সম্ভব হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। শহীদুল আলমের মুক্তির খবরে দেশে-বিদেশে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।




