টুডেনিউজ বিডি ডটনেট
বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) শর্ত পুনর্বহালের নির্দেশ জারি করেছে সরকার। ৭ এপ্রিল উপ-সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি রোববার (১৩ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানান।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন সারা দেশে ফিলিস্তিনের পক্ষে গণজাগরণ চলমান। শনিবার আয়োজিত ঐতিহাসিক ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন। সেইসঙ্গে গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ, ইসরাইলি পণ্যের বয়কট এবং মুসলিম দেশগুলোর প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। তারা বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ শর্ত পুনর্বহাল, গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ নেয়ারও দাবি করেন।
উল্লেখ্য, ২০২১ সালে শেখ হাসিনা সরকার বাংলাদেশী পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরাইল’ শর্তটি প্রত্যাহার করে নেয়, যা দেশব্যাপী সমালোচনার জন্ম দেয় এবং এরপর থেকেই বিভিন্ন সংগঠন পুনর্বহালের দাবি জানিয়ে আসছিল।