‘বাংলা নবযাত্রা ১৪৩২’-এর ঘোষণা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের

টুডেনিউজ বিডি ডটনেট

বাংলা নববর্ষকে সামনে রেখে আগামীকাল পহেলা বৈশাখ সকাল ৯টায় রাজধানীর পল্টনের মুক্তাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য ও প্রতীকসমৃদ্ধ পদযাত্রার আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। পদযাত্রাটি শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু নববর্ষ উদযাপন নয়, বরং নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা ও বিশ্বাসের এক উজ্জ্বল প্রকাশ।

পদযাত্রায় থাকবে প্রতীকী উপস্থাপনা
পদযাত্রায় ব্যবহৃত হবে একাধিক চিত্রময় ও বার্তাবাহী প্রতীক। যেমন রক্তাক্ত শাপলা, কৃষকের লাঙ্গল, তাসবি ছড়া, পর্দায় ঢাকা রিকশা, ঐতিহ্যবাহী হালখাতা, কুরআনের রেহাল এবং ঘোড়ার গাড়ি। প্রতিটি প্রতীকই বাঙালি মুসলমান সমাজের ইতিহাস, সংগ্রাম, আত্মপরিচয় এবং বিশ্বাসের প্রতিনিধিত্ব করবে।

গানে গানে আকুল প্রার্থনা
পদযাত্রায় অংশ নেবেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। তারা পরিবেশন করবেন বিশ্বাসী ও হৃদয়গ্রাহী গণসঙ্গীত। যেমন, আল্লাহ মেঘ দে… পানি দে…, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা…। ইত্যাদি। এসব গান নববর্ষের উৎসবে যোগ করবে আধ্যাত্মিক আবহ। স্মরণ করাবে কৃষক, শ্রমজীবী ও ধর্মবিশ্বাসী মানুষের জীবনের বাস্তবতাকে।

শ্লোগানে উঠে আসবে আত্মপরিচয়ের ডাক
পদযাত্রায় ব্যবহৃত প্ল্যাকার্ড ও শ্লোগানগুলোতে থাকবে বাঙালি মুসলমানের নিজস্ব সংস্কৃতি রক্ষার দৃপ্ত আহ্বান। শ্লোগানগুলো মধ্যে উল্লেখযোগ্য কিছু স্লোগান হলো, আমাদের নববর্ষে আমাদের সংস্কৃতি, বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান, বিজাতীয় সংস্কৃতি রুখে দাঁড়াও!, অপসংস্কৃতি নিপাত যাক!, মূর্তি-কুসংস্কার বন্ধ হোক!, আমরাই বাঙালি, আমরাই বাংলাদেশ!

জনগণের প্রতি আহ্বান
জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুহিব খান এক বিবৃতিতে জানিয়েছেন, এই পদযাত্রা একটি সচেতন সাংস্কৃতিক আন্দোলনের অংশ, যা নিজেদের বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি সবাইকে পরিবারসহ এই পদযাত্রায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন- দলে দলে চলে আসুন!

পহেলা বৈশাখের এই ব্যতিক্রমী আয়োজনে একদিকে যেমন থাকবে নববর্ষের আনন্দ, অন্যদিকে থাকবে জাতীয় ও ধর্মীয় আত্মপরিচয়ের প্রতি একটি সুবিন্যস্ত, সৃজনশীল এবং বিশ্বাসভিত্তিক সাংস্কৃতিক জবাব। এই পদযাত্রা হতে পারে নতুন এক ধারা, যা নববর্ষকে ফিরিয়ে আনবে তার মূল চরিত্রে, বিশ্বাস ও মাটির ঘ্রাণে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top