টুডেনিউজ বিডি ডটনেট
মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বলেন, ‘বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না।’
পোল্যান্ডে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে তিনি বলেন, ‘এই শুল্কের ফলে গ্রাহকদের ব্যয় বাড়বে।’
তিনি আরো বলেন, ইইউকে নিজেদের প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করতে হবে। আমরা মার্কিনিদের থেকে অনেক কিছু কিনছি। তবে আমাদের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।’
ক্যালাস জানান, ইইউ অস্ত্রের জন্য অন্যান্য মিত্রদের দিকেও নজর দেবে। ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে ইউক্রেনকে অর্ধেকের বেশি গোলাবারুদ সরবরাহ করেছে। তবে আরো দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমাদের যত দ্রুত সম্ভব ইউক্রেনকে সহায়তা পাঠাতে হবে।’
ক্যালাস আশা করেন, প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ইউক্রেনের জন্য আরো স্বল্পমেয়াদী সহায়তা ঘোষণা করা হবে। ‘যুদ্ধক্ষেত্রে তারা যত শক্তিশালী হবে, আলোচনায়ও তত সুবিধাজনক অবস্থানে থাকবে।’
সূত্র : আনাদোলু এজেন্সি